[ad_1]
পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বেলা ১টার দিকে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় লোকজন জানায়, মাঝগ্রামের লোকমান হোসেন তাঁর পুকুরে জেলেদের নিয়ে মাছ ধরছিলেন। এ সময় এক জেলের পায়ে শক্ত কিছু ঠেকে। পরে পানির নিচ থেকে তুলে দেখা যায় যে সেটি কষ্টিপাথরের তৈরি বিষ্ণুমূর্তি। খবর ছড়িয়ে পড়লে এলাকার হিন্দুধর্মাবলম্বীরা পুকুরপাড়ে এসে মূর্তিটির পূজা শুরু করেন।
মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এটি ১০ থেকে ১৫ কোটি টাকা মূল্যের হতে পারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে যায়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিষ্ণুমূর্তি উদ্ধারের খবর পেয়ে পুলিশ সেটি থানায় নিয়ে আসে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন, এটি ১০০০ থেকে ১১০০ সালের হতে পারে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধিদল এসে মূর্তিটি নিজেদের হেফাজতে নেবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]