[ad_1]
নেত্রকোনার বারহাট্টায় প্রেমে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. রিদয় খাঁনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোররাতে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
হৃদয় উপজেলার চিরাম ইউনিয়নের জয়পতাক এলাকার নয়ন মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাবার মোবাইলফোনে প্রায় সময়ই হৃদয় কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন ও ছাত্রীর সঙ্গে ফোনে কথা বলতে চাইতেন।
হৃদয়কে মেসেজ ও কল করতে নিষেধ করেন ওই ছাত্রীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় হুমকি ও ভয়ভীতি দেখান। পরে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা হৃদয় গলায় ও মুখে গামছা পেঁচিয়ে আরও দু-তিনজনের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যান।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে ভোররাতে ৪টার দিকে ওই ছাত্রী তার দাদার মোবাইলফোনে কল করে উদ্ধারের সহায়তা চায়। পরে পরিবারের লোকজন গিয়ে উপজেলার গেরিয়া গ্রামের একটি কালভার্টের ওপর থেকে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় হৃদয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়।
বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হৃদয়কে সুনামগঞ্জের ধর্মপাশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে। এদিকে ওই মেয়ের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]