শিরোনাম
ভারতে ব্যবসায়িক পরিবারে উত্তরাধিকার দ্বন্দ্ব‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে আটক ১২ জনের বিরুদ্ধে মামলা‘চীনপন্থী’ এমপিদের অপসারণে তাইওয়ানের সংসদে বিতর্কিত ভোটওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার ব্যাংক ও কাস্টমসের সামষ্টিক ব্যর্থতা: এনবিআর চেয়ারম্যান২৩ মামলার আসামি খুন, দাউদকান্দির গৌরীপুরে মিষ্টি বিতরণদল ঘোষণা করেই বাংলাদেশ শুনল বিশ্বকাপ স্থগিতের খবরজীবননগরে দিনমজুরকে গলা কেটে হত্যা, পালিয়েছে স্ত্রী-ছেলেমাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস খুলবে কবে সিদ্ধান্ত কালবিহারে চলন্ত অ্যাম্বুলেন্সে তরুণীকে দলবদ্ধ ধর্ষণপঞ্চগড়ে নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব, সতর্কবার্তা জেলা প্রশাসনের

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

Ajker Patrika

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ ভারতের ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৬: ০৯

Photo

এসব ওটিটি প্ল্যাটফর্মে আপত্তিকর বিজ্ঞাপন ও অশ্লীল কনটেন্ট দেখানো হচ্ছিল। ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম আসার পর মানসম্মত সিনেমা-সিরিজ-তথ্যচিত্রের নির্মাণ যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে অশ্লীল কনটেন্ট তৈরির মাত্রাও। অশ্লীলতার অভিযোগে সম্প্রতি ২৫টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপস ও ওয়েবসাইট নিষিদ্ধ করেছে ভারত সরকার। এরমধ্যে রয়েছে অল্টবালাজি, উল্লু, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্সের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। নিষিদ্ধ হওয়া এসব ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশ কয়েক বছর ধরে আপত্তিকর বিজ্ঞাপন ও অশ্লীল কনটেন্ট দেখানো হচ্ছিল, যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলে।

ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত এসব অ্যাপ ও ওয়েবসাইটের অ্যাকসেস যেন কারো কাছে না থাকে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। এসব কনটেন্টে গল্প কিংবা কোনো বার্তা প্রায় থাকে না বললেই চলে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ওয়েব কনটেন্টে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এর আগেও উঠেছিল একাধিকবার। অনেক কনটেন্ট নিষিদ্ধ করা হয়। সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়। গত মে মাসে উল্লুতে প্রচারিত ‘হাউস অ্যারেস্ট’ নামের একটি ওয়েব সিরিজ সরানো হয় মন্ত্রণালয়ের হস্তক্ষেপে।

এর আগে গত ফেব্রুয়ারিতে নির্দেশ দেওয়া হয় অশ্লীলতা পরিহার করতে এবং আইটি রুলস, ২০২১ মেনে চলতে। গত বছরের সেপ্টেম্বরে এই ২৫টি প্ল্যাটফর্মকে সতর্কও করা হয়েছিল। তবুও তারা অশ্লীল কনটেন্ট প্রচার করা বন্ধ করেনি বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button