[ad_1]
মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ তিন নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), মৃত আবদুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বরের ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) এবং শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।
দুপুরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘুনসি গ্রামের কয়েকটি বাড়িতে অস্ত্র মজুত থাকার খবরে যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী ও সদর মডেল থানা-পুলিশ।
অভিযানে একটি পিস্তল, একটি এয়ারগান, একটি কাটা রাইফেল, একটি ম্যাগাজিন, ১২৫টি গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন ও একটি ট্যাব জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]