[ad_1]
রাজধানীর বনশ্রীতে এক ঠিকাদারের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি ইয়াসিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানার পুলিশ। এ সময় ছিনতাই হওয়া পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানার পশ্চিমপাড়া আশকোনা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে (২৪) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। গত ২১ জুলাই রাত দেড়টার দিকে নরসিংদী থেকে কাজ শেষে বনশ্রীতে নিজের বাসায় ফিরছিলেন তিনি। পথে বনশ্রীর আবেশ হোটেলের সামনে অসুস্থ বোধ করায় গাড়ি থামিয়ে বের হন আমিরুল। সে সময় সেখানে থাকা এক যুবক তাঁকে ধরে গাড়িতে তুলে দেন। ওই যুবক নিজেও গাড়িতে ওঠেন। পরে বাসার নিচে পৌঁছালে আমিরুল তাঁকে গাড়ি থেকে নামতে বললে তিনি নিজেকে ইয়াসিন পাটোয়ারী নামে পরিচয় দেন। কিছুক্ষণ কথাবার্তার পর হঠাৎ তিনি আমিরুলের হাতে থাকা পিস্তল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় রামপুরা থানায় মামলা হলে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আশকোনার একটি বাসায় আত্মগোপনে আছেন ইয়াসিন। এরপর গতকাল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর শোবার ঘরে বালিশের নিচ থেকে ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]