[ad_1]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বলছেন, তাঁরা একজন গুলিবিদ্ধ হওয়া তথ্য পেয়েছেন।
গুলিতে আহত যুবকেরা হলেন উপজেলার মনাকষা ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্ৰামের আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম মিয়া (২৫) ও মুন্নাপাড়া তারাপুর গ্ৰামের সুলতানের ছেলে সুমন (২৮)।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাচালানের উদ্দেশ্যে ৭-৮ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪ /৫-এর ১ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ২-৩টি গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে দেশের অভ্যন্তরে চলে আসে দলটির অন্য সদস্যরা। পরে গোপনে তাঁদের রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আজকের পত্রিকাকে বলেন, সেলিম নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফের দৌলতপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সীমান্তে চোরাকারবারি ধাওয়া দেওয়ার কথা স্বীকার করলেও গুলি করেনি বলে জানিয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আহত সেলিমের বাড়িতে গেলেও তাঁর বাবাকে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু পরিবারের অন্যরা এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ দেখান।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]