[ad_1]
ফেনীতে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে বাসের ধাক্কা, ২ ভাই নিহত
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৩: ১১
মোশারফ হোসেন ও একরাম হোসেন। ছবি: সংগৃহীত
ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা যুবকেরা হলেন পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা উজালিয়া কাজি বাড়ির শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)। আহত ব্যক্তির নাম হাবিব (৩০)। তিনি নওগাঁর মল্লিকপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি বাস এসে পিকআপ ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানান, আহত মোশারফ হোসেন বেঁচে নেই। তাঁর অপর ভাই একরাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
নিহতদের চাচাতো ভাই মো. সুজন জানান, মোশারফ ‘আলভী এন্টারপ্রাইজ’ নামের একটি কোম্পানিতে চাকরি করতেন। তাঁদের একটি পিকআপ ভ্যান সড়কের পাশে পড়ে গেলে কোম্পানির মালিক তাঁকে গাড়িটি উদ্ধার করতে বলেন। এরপর মোশারফ রাত ৩টার দিকে ছোট ভাই একরাম হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। গাড়িটি তুলে রাস্তার পাশে দাঁড় করানোর পর মোশারফ পেছনের চাকার ব্যবস্থা করতে গেলে হঠাৎ নোয়াখালীগামী ‘লালসবুজ’ পরিবহনের একটি বাস পেছন থেকে পিকআপ ভ্যানটিতে ধাক্কা দেয়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অপরজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একজন আহত রয়েছেন।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]