[ad_1]
গাইবান্ধায় থানায় ঢুকে ছুরিকাঘাত দুর্বৃত্তের, এএসআই আহত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১১: ০৫
গাইবান্ধার সাঘাটা থানায় ছুরিকাঘাতে আহত এএসআই মহসিন আলী। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে মহসিন আলী নামের একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছুরিকাঘাত করছে এক দুর্বৃত্ত। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে ঢুকে দায়িত্বরত পুলিশের এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে। এ সময় থানার পুলিশের পাশাপাশি অন্য লোকজন ছুটে আসে। তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। পুকুরটিতে কচুরিপানা থাকায় পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ডিউটিরত পুলিশ সদস্যরা ধারণা করছেন, আঘাত করা ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছে। তাকে খোঁজ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]