[ad_1]
নোয়াখালী হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, এফবি জামিলা নামের ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। এক দিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাঁরা তীরে যোগাযোগ করতে পারেননি। সমুদ্রে ভাসতে ভাসতে গতকাল তাঁরা নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন কল করে সহযোগিতা চান। পরে ৯৯৯ থেকে নির্দেশনা পেয়ে হাতিয়া কোস্ট গার্ড অনেক খোঁজাখুঁজি করে ট্রলারটিকে হাতিয়ার পূর্বে গাংগুরিয়ার চরের কাছ থেকে উদ্ধার করে। ট্রলারে থাকা ১৪ মাঝিমাল্লার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। পরে ট্রলারটি টেনে এনে হাতিয়ার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।
এই বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, উপকূলীয় এলাকায় সমুদ্রে বিপদে থাকা জেলেদের সহযোগিতা করতে কোস্ট গার্ড সব সময় প্রস্তুত থাকে। এ ছাড়া যেকোনো ধরনের অপরাধ দমনে এই বাহিনীর সদস্যরা সব সময় অভিযান পরিচালনা করে থাকেন; যা অব্যাহত থাকবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]