[ad_1]
পারিবারিক গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আ খ ম হাসান, জয়রাজ, তারিক স্বপন, সমাপ্তি মাসুক প্রমুখ। আগামী ৩ আগস্ট রোববার থেকে সপ্তাহে টানা পাঁচ দিন রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি। প্রযোজনা করেছেন অনন্য ইমন। তিনি বলেন, ‘বিশাল ক্যানভাসের নাটকটি প্রযোজনা করেছি দর্শকের কথা ভেবে। দর্শককে একটি পারিবারিক গল্পের নাটক উপহার দিচ্ছি, এটাই আমার ভালো লাগা।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]