[ad_1]
ঢাকায় পৌঁছাল চীনের জরুরি মেডিকেল টিম
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০০: ২৫
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছায় চীনের জরুরি মেডিকেল টিম। ছবি: সংগৃহীত
চীনের হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটালের পাঁচ সদস্যের একটি বিশেষ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের দল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তা করতেই এ টিম পাঠানো হয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জাসমিন সুলতানা মিল্কি মেডিকেল টিমটিকে স্বাগত জানান।
চীনের এ বিশেষজ্ঞ দলটি ২৫ জুলাই সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধীনস্থ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের চিকিৎসায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মানবিক সংকটের মুহূর্তে চীনের এই সহায়তা দুই দেশের গভীর বন্ধুত্বের বহিঃপ্রকাশ। বিশেষ করে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এই আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, চীনা মেডিকেল টিমটির আগমন চিকিৎসা কার্যক্রমে গতি আনবে এবং জটিল বার্ন কেসে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।
উল্লেখ্য, ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ দগ্ধ হন এবং এখনো অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসায় চীনা টিমের যুক্ত হওয়া দগ্ধ রোগীদের চিকিৎসা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]