[ad_1]
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
এশিয়া কাপে অংশ নেওয়ার আগে জাতীয় দলের সামনে বড় কোনো সূচি নেই। খেলোয়াড়েরা পাচ্ছেন সংক্ষিপ্ত বিরতি, কোচিং স্টাফও ইতিমধ্যে রাতেই ঢাকা ছেড়েছেন। এই বিরতির পর আবার শুরু হবে নিজেদের ফিটনেস নিয়ে কাজ। তবে এই প্রস্তুতির মাঝেই অধিনায়ক লিটনের চাওয়া—এশিয়া কাপের আগে অন্তত একটি আন্তর্জাতিক সিরিজ খেলার।
শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে লিটন দাস বলেন, ‘আমরা যখন আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে খেলেছি, তখন আমাদের সেরা স্কোয়াডটা ছিল না। কিন্তু শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে আমরা আমাদের পূর্ণ শক্তির দল পেয়েছি। শ্রীলঙ্কা সিরিজে যেমন দল ছিল, এই সিরিজেও আমরা একই দলই পেয়েছি। আমরা দেখাতে পেরেছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’ এরপরই একটু ঘুরিয়ে বললেন নিজের চাওয়ার কথা, ‘আমাদের লক্ষ্য থাকবে, নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলে এই মান ধরে রাখা।’
বোলিং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও ডেথ ওভার নিয়ে বাড়তি মনোযোগ চাচ্ছেন লিটন। বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমরা নতুন বলে খুব ভালো বোলিং করেছি। শুরুটা বরাবরই ভালো হয়েছে। তবে ডেথ ওভারে আমাদের আরও উন্নতি করতে হবে। যখন আমরা ভালো উইকেটে নিয়মিত খেলার সুযোগ পাব, তখন বোলাররাও ম্যাচ জেতানো বোলিং করতে পারবে। বিশেষ করে ডেথ ওভারে মোস্তাফিজ কেমন কার্যকর তা সবাই জানে।’
দলের কাঠামো নিয়েও সামনে তাকিয়ে লিটন, ‘আমরা কিছু কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করেছি, যেটা ভবিষ্যতের কথা ভেবেই করা হয়েছে। আজ যারা সুযোগ পেয়েছে, তারা সবাই ভালো পারফরমার। এভাবে চলতে থাকলে দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]