[ad_1]
যাত্রাবাড়ীতে কিশোর আহাদ হত্যা মামলায় বিচারপতি খায়রুল হক কারাগারে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২১: ৩৩
যাত্রাবাড়ী থানায় করা আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় বৃহস্পতিবার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আদালতে আনা হয়। ছবি: আজকের পত্রিকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৬ বছরের কিশোর আব্দুল কাইয়ুম আহাদ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ নির্দেশ দেন।
রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আজ সকাল সাড়ে ৮টার দিকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে শাহবাগ ও ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলারও আসামি তিনি।
এই মামলায় আজ সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে পাঠানো হলো।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতের হাজতখানা নেওয়া হয় খায়রুল হককে। রাত ৮টার পর আদালতের কাঠগড়ায় হাজির করা হয় তাঁকে।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই খালিদ হাসান সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মিছিলে যোগ দেয় আহাদ। যাত্রাবাড়ী থানার কাজলা পুলিশ বক্সের সামনে পৌঁছলে পুলিশ ও আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলির মুখে পড়ে মিছিলটি। এতে গুলিবিদ্ধ হয় আহাদ। মাটিতে লুটিয়ে পড়ার পর যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন তাঁকে দুটি গুলি করেন। পরে স্থানীয়রা তাকে দনিয়ার সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ৬ জুলাই আহাদের বাবা নোয়াখালীর বেগমবাজার নরোত্তমপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মামলা করেন।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আসাদুজ্জামান খান কামালসহ ৪৬৭ জনের নামে ও অজ্ঞাতনামা প্রায় দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এই মামলার ৪৪ নম্বর আসামি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]