[ad_1]
বাংলাদেশকে পেয়ে আবারও জ্বলে ওঠা কে এই সাহিবজাদা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২১: ১৭
সাহিবজাদা ফারহান করেছেন দুর্দান্ত ফিফটি। ছবি: এএফপি
৭ বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো করতে পারেননি।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের শাহিবজাদা প্রথম ৯ ইনিংসের মধ্যে ৭ বার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে, নেই কোনো ফিফটিও। দল থেকে আবারও ছিটকে যান সাহিবজাদা। তবে তখনই আবারও তাঁর সামনে সুযোগ আসে নিজেকে নতুন করে চেনানোর। এই সুযোগ ভালো করেই লুফে নিলেন খাইবার পাখতুনখওয়া থেকে উঠে আসা ২৯ বছর বয়সী পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটার। ২০২৫ সুপার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকই হয়ে গেলেন সাহিবজাদা। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ১২ ম্যাচ করেছেন ৪৪৯ রান। ৩ ফিফটির সঙ্গে ছিল ১ সেঞ্চুরি। নজরকাড়া স্ট্রাইকরেট—১৫২.২০। পিএসএলের পর আবারও ডাক পেলেন জাতীয় দলে। এবার তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তন। গত ৩০ মে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে লাহোরে ৪১ বলে ৭৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন।
বাংলাদেশ সফরে এসে এবার প্রথম দুই ম্যাচে বসেই ছিলেন। পাকিস্তান দুটি ম্যাচই বাংলাদেশের কাছে হেরে সিরিজ খুঁইয়েছে। আজ মিরপুরে পাকিস্তানের ধবলধোলাই এড়ানোর ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে নেমে সাহিবজাদা পেয়ে গেলেন টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ফিফটি। বাংলাদেশের বিপক্ষে ৩ টি-টোয়েন্টি খেলে দুটিতেই পেয়েছেন ফিফটি। দল যখন ধবলধোলাইয়ের শঙ্কায়, শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৪১ বলে ৬৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার। ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চার।
সাহিবজাদা চলতি বছরে দারুণ এক রেকর্ডও গড়েছেন। টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসেছেন। টি-টোয়েন্টিতে ১০০০ রান করতে সাহিবজাদার লেগেছে ১৮ ইনিংস। কোহলিরও এক বছরে টি-টোয়েন্টিতে হাজার রান করতে লেগেছিল ১৮ ইনিংস। ২০১৬ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এই রেকর্ড করেছিলেন কোহলি। নিজের শেষ তিন ম্যাচে ২ ফিফটি করা সাহিবজাদা এবার নিশ্চয়ই পথ হারাতে চাইবেন না।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]