[ad_1]
রাজশাহীতে চাপাতির কোপে বড় ভাই নিহত, আহত ছোট ভাই
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২০: ২৩
প্রতীকী ছবি
রাজশাহীর পবা উপজেলায় হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই গোলাম আজম (৩০) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।
আমিরুল ইসলাম ও গোলাম আজমের বাবার নাম সিরাজুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর পিঠে ধারালো অস্ত্রের জখম আছে। আমিরুলেরও শরীরের বিভিন্ন স্থানে হাঁসুয়া ও চাপাতির আঘাত রয়েছে।
রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘শুনেছি নিজেদের ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে, সেটা জানি না। আমি পুলিশ পাঠিয়েছি, নিজেও যাচ্ছি। যাওয়ার পরে বিস্তারিত বলতে পারব।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]