[ad_1]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, এই ঘটনার পেছনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গতকাল বুধবার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজাকে এবং নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তারের ঘটনায় প্রতিশোধ নিতে কার্যালয়ে ককটেল হামলা চালানো হয়।
গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রায়হান আলী বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। দুই নেতা গ্রেপ্তারের পর রাতেই ককটেল হামলার মাধ্যমে তারা প্রতিক্রিয়া দেখাতে পারে। আশা করি, পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এটা কে বা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিএনপির অভিযোগ, এটা আওয়ামী লীগের লোকজন ঘটিয়েছে—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বিএনপির কোনো লোক আমাদের কাছে এমন অভিযোগ করেনি।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]