[ad_1]
গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ নারীর পরিচয় নিশ্চিত করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ ল্যাব।
২২ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রক্ষিত অজ্ঞাত মরদেহ ও দেহাংশ থেকে সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা মোট ১১টি নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে এসব নমুনা বিশ্লেষণ করে পাঁচটি ভিন্ন নারী ডিএনএ প্রোফাইল প্রস্তুত করা হয়। ২৩ জুলাই পর্যন্ত ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট ৫টি পরিবারের ১১ জন সদস্যের ডিএনএ প্রোফাইলের সাথে মেলানোর পর পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন—
১. ওকিয়া ফেরদৌস নিধি। ডিএনএ পরীক্ষায় সে মো. ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যাসন্তান (ওকিয়া ফেরদৌস নিধি) প্রমাণিত হয়েছে।
২. লামিয়া আক্তার সোনিয়া। ডিএনএ পরীক্ষায় সে মো. বাবুল ও মাজেদা দম্পতির কন্যাসন্তান প্রমাণিত হয়।
৩. আফসানা আক্তার প্রিয়া। ডিএনএ পরীক্ষায় সে মো. আব্বাস উদ্দিন ও মোসা. মিনু আক্তার দম্পতির কন্যাসন্তান প্রমাণিত হয়।
৪. রাইসা মনি। ডিএনএ পরীক্ষায় সে মো. শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতির কন্যাসন্তান প্রমাণিত হয়।
৫. মারিয়াম উম্মে আফিয়া। ডিএনএ পরীক্ষায় সে আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির কন্যাসন্তান প্রমাণিত হয়।
সিআইডি জানিয়েছে, উচ্চমানের পরীক্ষার মাধ্যমে এই পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে যেভাবে দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল, তা অত্যন্ত বিভীষিকাময় ও চ্যালেঞ্জিং ছিল। প্রাথমিক শনাক্তকরণে ব্যর্থ হওয়ার পর একমাত্র ভরসা ছিল ডিএনএ প্রযুক্তি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]