[ad_1]
হাতিয়ায় ট্রলারসহ ১১ জেলে অপহৃত
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৬: ৩৫
মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার রাতে। এর আগে দিনভর সাগরে যাওয়ার প্রস্তুতি নেন জেলেরা। অনেকে দেখে নেন ট্রলার ঠিকঠাক আছে কি না। কেউ আবার জালের ছেঁড়া অংশ সেলাই করেন। ছবিটি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের খুরেরমুখ এলাকার। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালীর হাতিয়ায় ট্রলারসহ ১১ জেলে অপহৃত হয়েছেন বলে খবর মিলেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ঠেঙ্গারচর এলাকায় বঙ্গোপসাগরের মেঘনা মোহনায় এই ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেলে বিষয়টি জেলেদের স্বজনেরা জানতে পারেন। জেলেদের মুক্তির জন্য অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলে স্বজনদের দাবি।
অপহরণের শিকার ট্রলারের মালিক নূর সোলেমানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়। মঙ্গলবার সকালে তিনিসহ ওই এলাকার ১১ জন হাতিয়ার টাংকির ঘাট থেকে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন।
নূর সোলেমানের ভাই মো. হানিফ আজকের পত্রিকাকে বলেন, মাছ ধরার সময় তাঁর ভাই ও ট্রলারের মাঝি মো. মুজিবসহ ১১ জন অপহৃত হয়েছেন। অপহরণকারীরা গতকাল টাংকির ঘাটের এক আড়তদারের মোবাইলে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এরপর আর তাঁর ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, গতকাল সন্ধ্যায় তিনি বিষয়টি জানতে পেরেছেন। এরপর তাঁদের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। কিন্তু অপহরণকারীরা বারবার তাদের অবস্থান পরিবর্তন করায় তাঁরা ধরতে পারেননি। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]