[ad_1]
কক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চলাফেরার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রসিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে। বুধবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি জানান, রাতে ডিউটিরত অবস্থায় পুলিশের একটি টিম ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা কালো বোরকা পরা এক ‘নারী’কে চেকপোস্ট অতিক্রম করতে দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর কথাবার্তায় গরমিল পাওয়া যায় এবং তিনি ক্যাম্পে প্রবেশসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
পরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে বোরকা খুলে দেখা যায়, তিনি একজন পুরুষ।
ওসি আরও বলেন, আটক রোহিঙ্গা যুবক ছদ্মবেশে থেকে ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]