রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষক বহনকারী একটি শিক্ষাসফরের বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় বরিশালে অনুষ্ঠিত হলো এক হৃদয়বিদারক দোয়া ও মোনাজাত।
গতকাল (২১ জুলাই) আসরের নামাজের পর বরিশাল নগরীর জামে এবাদুল্লাহ মসজিদে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় মুসল্লিগণ ও এলাকাবাসী, যারা কান্নাভেজা চোখে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মির্জা তামিম হাসান।
মাহফিলে উপস্থিত সকলে একবাক্যে নিহতদের আত্মার শান্তি কামনা করে বলেন—
“আল্লাহ তাআলা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারগুলোকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দেন।”
উল্লেখ্য, রাজধানী ঢাকা থেকে কক্সবাজারগামী এক বিশেষ চার্টার্ড ফ্লাইটে থাকা শিক্ষার্থী ও শিক্ষকরা উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]