[ad_1]
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চসংখ্যক রোগী হাসপাতালে ভর্তির ঘটনা। এ নিয়ে চলতি বছর ৬ মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়াল। আর মৃত্যু হয়েছে ৪২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর গতকাল সোমবার জানায়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪২৯ জন। তবে এ সময়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৯, চট্টগ্রাম বিভাগে ৫৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৪২, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫, খুলনা বিভাগে ২১ এবং রাজশাহী বিভাগে ৫৪ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে সর্বমোট ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে ৪২ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকার দুই সিটি ও বাইরেসহ ২১ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশালে ১১, চট্টগ্রামে ৪, খুলনায় ২, রাজশাহীতে ২ এবং ময়মনসিংহে ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর বিষয়ে ১১ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করেছে। এ ছাড়া ঢাকার আক্রান্ত সব এলাকায় মশা নিয়ন্ত্রণে অবিলম্বে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]