[ad_1]
সুগন্ধা নদীর তীরের মাটি কাটায় ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ২৩: ১১
সুগন্ধা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত
ঝালকাঠি জেলার সুগন্ধা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শহিদুল ইসলাম নামের এক ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৩০ জুন) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন এই অভিযান পরিচালনা করেন।
শহিদুল ইসলাম ফোর স্টার ব্রিকস নামক একটি ইটভাটার মালিক।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুগন্ধা নদীর তীর থেকে অনুমোদন ছাড়া মাটি কেটে ভাটায় ব্যবহার করছিল ফোর স্টার ব্রিকস কর্তৃপক্ষ। এতে নদীর পরিবেশ ও আশপাশের জমির ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেখানে মাটি কাটার প্রমাণ পান। অভিযান শেষে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা নগদ আদায় করা হয়।
এ প্রসঙ্গে ইউএনও ফারহানা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে অবৈধ কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]