[ad_1]
আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। তবে বেশ কিছু দিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে আলোচনা হচ্ছিল, বাংলাদেশ সফরের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। তখন অবশ্য পারিপার্শ্বিক-রাজনৈতিক ব্যাপারগুলো সামনে এসেছিল। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টি স্বীকার করে জানিয়েছে, ভারতের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য তারা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
গতকাল মিরপুর হোম অব ক্রিকেটে এক লম্বা সভায় বসে বিসিবির পরিচালকেরা। গুরুত্বপূর্ণ অনেক ইস্যুর মধ্যে সভায় গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ভারত সিরিজ। তবে এখনই এই সিরিজ হবে না বলে ‘ফুল স্টপ’ দিচ্ছেন না তাঁরা। সভা শেষে রাত ৯টার পর সংবাদমাধ্যমকে ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আলাপ করেছি। ইতিবাচক আলোচনা হচ্ছে।’
যদি আগস্টে নাও হয়, পরবর্তীতে আয়োজন নিয়েও ভাবছে বিসিবি। বুলবুল বলেন, ‘আলোচনা শেষ হয়ে যায়নি। পরের সুবিধাজনক উইন্ডোতে নিশ্চয়ই হবে। তারা খুব পেশাদার এবং সহযোগিতাপূর্ণ।’
বিসিসিআই বাংলাদেশ সফরে আসবে কেবল রাষ্ট্রীয় সবুজ সংকেত পেলে। সবশেষ এশিয়া কাপেও তারা পাকিস্তানে খেলতে যায়নি, তখনো বলেছিল, ভারত সরকার যা বলবে, তারা সে দিকেই হাঁটবে। বাংলাদেশে ক্ষমতা বদলের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে কিছুটা উষ্ণই। বলা যায়, সরকারের সংকেত পেলে তারা বাংলাদেশে আসবে। সেই কথা বললেন বুলবুলও, ‘তাদের সিদ্ধান্তের অপেক্ষায় সরকারের পক্ষ থেকে। আমাদের যে পর্যায়ে আলোচনা হয়েছে, আমরা আশাবাদী।’ এখন ভারতের সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে বিসিসিআই।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]