[ad_1]
শিক্ষকসংকট দূরসহ পাঁচ দফা দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার তালা ঝুলিয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তাঁরা। তবে আগামীকাল মঙ্গলবার কলেজে ভর্তি ও পরীক্ষা কার্যক্রম চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না বলে জানান শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের সঙ্গে সভা করেন কলেজের শিক্ষকেরা। দাপ্তরিক কাজে বরিশালের বাইরে থাকায় কলেজ অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম ওই সভায় উপস্থিত ছিলেন না।
পাঁচটি দাবি হলো—বহুতলবিশিষ্ট হল নির্মাণ, আধুনিক লাইব্রেরি, অডিটোরিয়াম নির্মাণ ও কলেজগেট আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসনে রাস্তা ও ড্রেনেজব্যবস্থা, বার্ষিক বাজেট বৃদ্ধি এবং পরিবহন ও শিক্ষকসংকট নিরসন। এ দাবি আদায়ে স্মারকলিপি পেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সবশেষ ব্লকেড করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ১৩৬ বছরে পদার্পণ করা এই কলেজকে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলা হয়। প্রতিষ্ঠাকাল থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ৭১-এর স্বাধিকার আন্দোলন, ৯০-এর গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ ২৪-এর বিপ্লবে বরিশাল নেতৃত্ব দিয়েছে।
বর্তমানে এই কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। কিন্তু ৩০ হাজার শিক্ষার্থীর মাত্র ৫ ভাগ হলের সুবিধা ভোগ করে। বর্তমানে শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ক্যাম্পাসে একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]