[ad_1]
কমনওয়েলথ চার্টারে অন্তর্ভুক্ত গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো নিজ জীবনে ও সমাজে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশের প্রায় ১০০ তরুণ প্রতিনিধি। গত ২৩-২৪ জুন ঢাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় কমনওয়েলথ সচিবালয় আয়োজিত এক কর্মশালায় তাঁরা এই অঙ্গীকার করেন।
মিডিয়া, সিভিল সোসাইটি ও শিক্ষাঙ্গনসহ বিভিন্ন পেশা ও পটভূমির তরুণরা এই কর্মশালায় অংশ নেন। কেস স্টাডি ও দলগত আলোচনার মাধ্যমে তারা জানতে পারেন কীভাবে এসব মূল্যবোধ বাংলাদেশি বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। তাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে ভোটারদের উৎসাহিত করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরালো করা এবং স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখা।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ কমনওয়েলথ চার্টারকে বিশ্বের ২ দশমিক ৭ বিলিয়ন মানুষের নৈতিক দিকনির্দেশনা বলে অভিহিত করেন। কমনওয়েলথের সহকারী সেক্রেটারি-জেনারেল অধ্যাপক লুইস ফ্রান্সেস্কি তরুণদেরকে এই মূল্যবোধগুলোকে নিজেদের জীবনে ও নেতৃত্বে কাজে লাগানোর আহ্বান জানান।
এই কর্মশালার মাধ্যমে তরুণরা কমনওয়েলথ চার্টারের মূল্যবোধগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]