[ad_1]
আবু সাঈদ হত্যা মামলা: পলাতক ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৪: ২৪
নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। ছবি: আজকের পত্রিকা
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে প্রাথমিক সত্যতা থাকায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।
রংপুরের ঘটনায় এসআই আমীর হোসন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম এবং তৎকালীন সময়ে বেরোবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আগামী ১০ জুলাই হাজির করতে বলা হয়েছে। ওইদিন পরবর্তী শুনানি হবে।
আজ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ তুলে ধরেন। সেইসঙ্গে আওয়ামী লীগ আমলের সময় সংঘটিত নানা অপরাধের বিস্তারিত তুলে ধরেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]