[ad_1]
সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একজনের (৬৯) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার করোনার বিশেষায়িত হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান বলেন, ‘করোনা আক্রান্ত এক ব্যক্তি গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল রিপোর্ট না পাওয়া ও গতকাল শুক্রবার বন্ধ থাকার কারণে আমরা গণমাধ্যমকে জানাতে পারিনি।’
ওই ব্যক্তি শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন। সিলেটে যাঁরাই করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশের বয়স পঞ্চাশোর্ধ্ব।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের করোনা পরীক্ষা করা হলেও কোনো শনাক্ত নেই। বর্তমানে সিলেটে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাঁদের মধ্যে মাত্র আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনজন, ইবনে সিনা হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও আল হারামাইন হাসপাতালে একজন করে। অপর ১২ জন নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]