[ad_1]
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৪টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১২ জুলাই (শনিবার) এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) প্রতিষ্ঠানটির পরিচালক আলতাফ হোসেন সেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সহকারী প্রোগ্রামার ও অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জুলাই সকাল ১০টা থেকে রাজধানীর ইডেন মহিলা কলেজকেন্দ্রে এসব পদের লিখিত পরীক্ষা শুরু হবে। প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত শর্তগুলো মেনে পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের ই-রিক্রুটমেন্ট সিস্টেম থেকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোডপূর্বক প্রিন্ট করা যাবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]