শিরোনাম
ভারত-চীন বাণিজ্য সম্পর্কে গতি, সরাসরি ফ্লাইট চালু ৫ বছর পরযৌথ বাহিনীর অভিযানে সারা দেশে গ্রেপ্তার ৫৬তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তাভিপি পদে আরিফুল্লাহ আদিব, জিএস মাজহারুল ইসলামস্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ: নৈতিক অবক্ষয়ের কঠোর বাস্তবতাপ্রতারণার মামলায় দোষী থাকলেও ট্রাম্পের আধা বিলিয়ন ডলারের জরিমানা বাতিলজাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন ৭৪০ শিক্ষার্থীকেরানীগঞ্জে পুরুষ কনস্টেবলের বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, দুজনকেই প্রত্যাহারজয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তারশেবাচিম হাসপাতালের ৪১ কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বলিউডের ‘কাঁটা লাগা’ গানের শেফালি জরিওয়ালা আর নেই

বলিউডের ‘কাঁটা লাগা’ গানের শেফালি জরিওয়ালা আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত শেফালি জরিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে জীবনাবসান হয়েছে তাঁর। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, শেফালির স্বামী, অভিনেতা পারাস টাইগি নিজেই তাঁকে হাসপাতালে নিয়ে যান। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত চিকিৎসকেরা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

শেফালির আকস্মিক মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর এই অকাল মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের পর রাতারাতি পরিচিতি পান শেফালি জরিওয়ালা। এরপর একাধিক মিউজিক ভিডিও ও রিয়্যালিটি শোতে তাঁকে দেখা গেছে। ২০১৯ সালে তিনি ‘বিগ বস ১৩’ অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button