[ad_1]
ময়মনসিংহের ফুলপুরে মায়ের অভিযোগের পর মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার গ্রীনরোড এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ফাহিম হাসান (২৩)। তিনি ওই এলাকার মৃত আব্দুল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ফাহিম মাদক সেবন করে বাসায় ফিরে তার মা ছালমা বেগম ও বোনের কাছে টাকা দাবি করেন। তাঁরা অস্বীকৃতি জানালে ফাহিম তাঁদের মারধর করেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।
রাত ১০টার দিকে ছালমা বেগম ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
পরে ভুক্তভোগী মা, বোন ও ভগ্নিপতির জবানবন্দির ভিত্তিতে ঘটনাস্থলে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ফাহিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ফাহিমের মা ছালমা বেগম বলেন, ‘ছেলেটার জন্য আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। কোনোভাবে আর সামলাতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে আইনের হাতে তুলে দিয়েছি। সে যদি ভালো হয়ে ফিরে আসে, তাহলেই শান্তি।’
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ‘ফাহিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। পরিবারের অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করেন। শিগগিরই তাকে কারাগারে পাঠানো হবে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]