[ad_1]
রাজধানীর সবুজবাগ এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. মোরশেদ আলম শেখ নামের এক চা-দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আসামিকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. গোলাম কবির এই রায় দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ।
দণ্ডিত আসামি মোরশেদ (২৭) বাগেরহাটের পশ্চিমবাগ গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে।
আজ রায় ঘোষণার সময় মোরশেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
মামলার অভিযোগে বলা হয়, সবুজবাগ এলাকায় মামলার বাদীর বাসার পাশের এক দোকানে চা বিক্রি করতেন মোরশেদ। সে সূত্রে তাঁর সঙ্গে বাদীর পরিচয়। বাদীর কিশোরী মেয়ে তাঁকে মামা বলে ডাকত। আসামি ওই এলাকায় একা থাকতেন। তিনি প্রায়ই ওই কিশোরীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বাসায় নিয়ে যেতেন এবং সেখানে তাকে ধর্ষণ করতেন।
সবশেষ ২০২২ সালের ২৮ আগস্ট ভুক্তভোগীকে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন মোরশেদ। শুরুতে ভয়ে কাউকে কিছু না বললেও পরে বিষয়টি সে তার মাকে জানায়। এরপর মোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কিশোরীর বাবা।
মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ১৭ জানুয়ারি মোরশেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার এসআই আজমিন নাহার কিরন।
এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই অভিযোগের বিষয়ে রায় দিলেন আদালত।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]