[ad_1]
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক রোগীর টিটেনাস বা ধনুষ্টঙ্কার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংক্রমণ এড়াতে আইসিইউতে থাকা ছয় রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। লাইফ সাপোর্টে থাকায় তিন রোগী এখনো আইসিইউতে রয়েছে।
রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রমেক হাসপাতালে ১০টি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল। গত কয়েক দিন ধরে আইসিইউয়ের ৯টি বেডে রোগী ভর্তি রয়েছে। আজ সোমবার দুপুরে আইসিইউতে থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকার মহুবার রহমানের (৫৫) শরীরে টিটেনাস শনাক্ত হয়। এরপর তাঁকে হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়। সংক্রমণ ঝুঁকি বিবেচনায় রেখে পুরো আইসিইউয়ের রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়। মহুবার রহমানকে চার দিন আগে আইসিইউতে নেওয়া হয়।
আইসিইউয়ের লাইফ সাপোর্ট থাকা লালমনিরহাটের বদরুদ্দোজা বিশালের (২১) মা বিলকিস বেগম বলেন, ‘দুপুর থেকে আইসিইউতে থাকা রোগীদের অন্যখানে নিয়েছে। আমার ছেলেসহ লাইফ সাপোর্টে এখন তিনজন ভেতরে আছে।’
রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে একজন রোগীর শরীরের টিটেনাস শনাক্তের আশঙ্কা করা হচ্ছে। আমরা ওই রোগীকে হাসপাতালের আইসোলেশনে স্থানান্তর করেছি। সংক্রমণ এড়াতে অন্য রোগীদের স্থানান্তর করা হয়েছে। তিনজন রোগী এখনো লাইফ সাপোর্টে রয়েছে। যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, আইসিইউ সেন্টারটি জীবনমুক্ত করা হবে। এতে এক দিন সময় লাগবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]