[ad_1]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিল পাকিস্তান জামায়াতে ইসলামী। একইসঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রশিবিরের এমন জয়ে শুভেচ্ছা জানিয়ে নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টও দিয়েছিল দলটি। তবে, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই পোস্ট আবার সরিয়ে নিয়েছে তারা।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাকিস্তান জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টটি দেখা গেলেও কয়েক ঘণ্টা পর সেখানে গিয়ে দেখা যায় পোস্টটি আর নেই।
শিবিরকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া সেই পোস্টে পাকিস্তান জামায়াতে ইসলামী মূলত লিখেছিল, বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। আলহামদুলিল্লাহ! দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার ঘটল।
তাদের ভাষ্য অনুযায়ী, এ নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থি বিভিন্ন শক্তির সমর্থন পেলেও শেষ পর্যন্ত বিজয় হয়েছে শিবিরেরই।
পোস্টে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য শিবিরকে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ, এ বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের জনগণকে ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে।
জামায়াতে ইসলামী পাকিস্তান তাদের শুভেচ্ছা বার্তায় অন্তর্বর্তী সরকারকেও কৃতিত্ব দিয়েছে। তারা বলছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সরকার ছাত্র সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে—এটা প্রশংসনীয়।
সালাউদ্দিন/সাএ
[ad_2]
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]