[ad_1]
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়া থেকে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করেছে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মীরা।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় খবর পেয়ে বন বিভাগের কর্মীরা উদ্ধার করে।
বন কর্মীরা জানান, একটি বাড়িতে অজগর সাপ পাওয়া গিয়েছে খবর পেয়ে রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নির্দেশনায় উপস্থিত এলাকাবাসীর সামনে অজগরটি উদ্ধার করে বিকেল ৩ টায় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম জানান, অজগর সাপটি মনিপুর বেলতলী এলাকার রোকনের বাড়িতে কাঠের ভূসির ভিতর দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি সকাল ৮ টায় সেখানে গিয়ে অজগর সাপটি ধরে নিয়ে আসি। পরে খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।
ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার মণিপুরে একটি বসতবাড়ির ভুষির ভিতর অজগর সাপ পাওয়া গেছে বলে খবর পাই পরে বন বিভাগের স্টাফদের পাঠিয়ে সাপটি উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সাপ টি লোকালয়ে কিভাবে আসলো জানতে চাইলে তিনি বলেন, মূলত এ ধরনের অজগর সাপ বনেই থাকে তবে খাদ্য অভাবে আসলো কিনা বিষয়টি গবেষণা করে জেনে বলা যাবে। তিনি আরো বলেন গাজীপুর সাফারি পার্ক থেকে কোন অজগর সাপ হারিয়ে যায়নি বলে জানান।
সালাউদ্দিন/সাএ
[ad_2]
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]