[ad_1]
ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় রুবেল (৩৩) নামের এক জলদস্যুকে জেলেরা আটক করে ঘাটে ফিরে পুলিশে সোপর্দ করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগর মোহনা থেকে জেলেরা ওই জলদস্যুকে আটক করেন। আটককৃত ওই জলদস্যু সদস্য রুবেল কক্সবাজার এলাকার বাঁশখালী এলাকার বলে জানাগেছে।
হাজারীগঞ্জ ইউনিয়নের মাইন উদ্দিন ঘাটের জেলেরা জানান, সোমবার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাটের ইউসুফ মাঝির একটি মাছ ধরা ট্রলার সাগর মোহনা থেকে দস্যুচক্ররা তার মাছ ও জালসহ কক্সবাজারের বাঁশখালী এলাকার সাগর মোহনা থেকে ছিনিয়ে নিয়ে যায়। ইউসুফ মাঝি ছাড়া বাকি জেলেদেরকে ভিতরে অবরুদ্ধ করে রাখেন। পরে ওই ট্রলার দিয়ে জলদস্যুরা সাগরে থাকা বিভিন্ন ট্রলারে ডাকাতি করে আসছিলেন। পরে সাগরে থাকা অন্য ট্রলারের জেলেরা বিষয়টি টের পেয়ে আরো কয়েকটি জেলে ট্রলারের জেলেদের সহযোগীতায় ইউসুফ মাঝির ট্রলারকে ধাওয়া করলে তার ট্রলারটি সাগর মোহনার কাছে চলে আসে।
এসময় তার ট্রলারে থাকা জলসদ্যু চক্রের সদস্যরা পালিয়ে গেলেও রুবেল নামের একজন ট্রলারে থেকে পালাতে পারেনি। পরে ইউসুফ মাঝিসহ তার জেলেরা রুবেলকে বেঁধে ফেলেন। এবং তারা ওই জলদস্যু চক্রের সদস্যকে মাইন উদ্দিন ঘাটে নিয়ে এলে শশীভূষণ থানা পুলিশ ও নৌ-বাহিনীর সদস্যরা জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
মাইন উদ্দিন ঘাটের ট্রলার মালিক ইউসুফ জানান, গত সোমবার সাগর মোহনা থেকে তার ট্রলারে থাকা জেলেদেরকে ট্রলারের মধ্যে অবরুদ্ধ রেখে তাকেসহ তার ট্রলারটি ছিনিয়ে নিয়ে যান জলদস্যুরা। জলদস্যু চক্রের সদস্যরা ওই ট্রলার দিয়ে বিভিন্ন ট্রলারে ডাকাতি করছিলেন। এসময় সাগরে থাকা অপর জেলে ট্রলারের জেলেরা বিষয়টি জানতে পেরে তার ট্রলারটিকে ধাওয়া করেন। পরে ইউসুফ মাঝির ট্রলারে থাকা জলদস্যুদের মধ্যে একজন ছাড়া বাকিরা নদীতে ঝাপিয়ে পড়েন। রুবেল নামের জলদস্যুকে ইউসুফ মাঝিসহ তার জেলেরা মাঈনুদ্দিন ঘাটে নিয়ে আসেন। এবং তাকে পুলিশে সোপর্দ করেছেন।
শশীভূষণ থানার ওসি মো. তারিক হাসান রাসেল , সাগারে থাকা ট্রলার আটককৃত ওই ডাকাতে নিয়ে ঘটে ফিরে মব সৃষ্টির প্রস্তুতি নিলে খবর পেয়ে পুলিশ মাইন উদ্দিন ঘাট থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এখনও তার বিস্তারিত পরিচয় জানাযায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
[ad_2]
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]