[ad_1]
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্বপোমকাড়া গ্রামে মাদকসেবী ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ চারজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় আহত সিরাজুল ইসলামের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা তুলে নিতে বাদী ও ভুক্তভোগী পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, ফলে পরিবারটি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে।
সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একদল যুবক মাদক ব্যবসা ও সেবনের পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তারা গ্রামের রাস্তার পাশে একটি পরিত্যক্ত ঘরকে আস্তানা বানিয়ে প্রতিদিন মাদক সেবন করে এবং স্কুল-কলেজগামী ছাত্রীদের ইভটিজিং করে আসছিল। এসব ঘটনায় অতিষ্ঠ গ্রামবাসী স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেনকে বিষয়টি অবগত করেন।
এর জেরে গত ৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে আলমগীর মেম্বার মাদকসেবীদের জিজ্ঞাসাবাদ করতে গেলে রিফাত ও সিফাতের নেতৃত্বে ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দা, রড, সুইচগিয়ার নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা সিরাজুল ইসলাম, তার ভাই সেলিম মিয়া ও ছেলে রোমানকেও এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা আহতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। বর্তমানে আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— সিফাত, সিয়াম, ইয়াছিন, রাহিম, রাব্বি, জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, শামীম মিয়া, শফিকুল ইসলাম প্রকাশ গাজী, ফিরোজ মিয়া, আব্দুল মতিন, মো. হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজন।
শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, “হামলার ঘটনাটি সত্য। সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীর সংখ্যা বেড়ে গেছে। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”
জাগরণ সংগঠনের সভাপতি সোহেল রানা ভূঁইয়াসহ স্থানীয় এলাকাবাসী এই সন্ত্রাসী হামলার বিচার দাবি করে বলেন, “আমরা এলাকা থেকে মাদক ও ইভটিজিং, কিশোর গ্যাংয়ের কবল থেকে মুক্তি চাই। এতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। ঘটনাটি সত্য। মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
[ad_2]
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]