[ad_1]
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সহযোগীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন চট্টগ্রামের আনোয়ারার উৎপল পাল ও মো. আব্দুল আজিজ এবং পাঁচলাইশের সৈয়দ কামরুজ্জামান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। সেখানে তিনি অঢেল সম্পদ ক্রয় করেছেন। আর তাঁর অপরাধলব্ধ এসব অর্থ পাচারে সহযোগিতা করেছেন এই তিনজন। সাইফুজ্জামানের অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে এই তিনজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি একান্ত প্রয়োজন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]