ক্রাইম জোন ২৪।। বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যার দায়ে ইলিয়াস পহলান নামের এক দুলাভাইকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
রোববার (২৭ এপ্রিল) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইলিয়াস পহলান (৩৫) বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেন পহলানের ছেলে।
আদালতের বিশেষ পিপি রনজুয়ারা শিপু বলেন, আদালতের এই রায় একটি দৃষ্টান্তমূলক শাস্তি। বাদী ও রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট। তবে আসামি ইচ্ছা করলে জেল কোড অনুযায়ী হাইকোর্টে আপিল করতে পারবেন।
মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট রাতে ইলিয়াস তার শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা করেন। শ্যালিকা বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ সময় ঘরে থাকা রিগানের তিন বছরের শিশুকে এবং প্রতিবেশীর ১৩ বছরের ছেলেকে কুপিয়ে হত্যা করেন ইলিয়াস।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনায় নিযুক্ত ছিলেন আইনজীবী এম মজিবুল হক কিসলু।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]