ক্রাইম জোন ২৪।। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় পৃথক দুটি মিছিল করেছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াতের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে দক্ষিণ ঢাকা মহানগর জামায়াতের মিছিলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মিছিল শুরুর আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য রাখেন।
এদিকে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তরের জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন। এরপর সেখান থেকেও একটি মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রসঙ্গত, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ কর্মসূচিতে একাত্মতা জানাচ্ছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]