ক্রাইম জোন ২৪।। নাটোরে আদালতের স্টোররুমের জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৭ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণ এবং ১৭ ভরি রুপা চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে, তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা অফিসে ঢুকে তালা ভাঙা দেখতে পান। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসপি আমজাদ হোসাইন জানান, “সকালে আমরা স্টোররুমের জানালার গ্রিল কাটা ও তালা ভাঙা অবস্থায় পাই। এটি একটি সংঘবদ্ধ চোর চক্র করেছে। তারা প্রথমে জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে। পরে স্টোররুমের তালা ভেঙে টাকা, স্বর্ণ ও রুপা চুরি করে নিয়ে যায়। যাওয়ার আগে তারা আদালতের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এবং ভিডিও রেকর্ডার খুলে নিয়ে যায়।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। তদন্তের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]