ক্রাইম জোন ২৪।। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে আগ্রহ দেখাচ্ছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো হোল্ডিংস। প্রতিষ্ঠানটির সিইও আব্দুল সামাদ দাউদ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনায় উঠে এসেছে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে সম্ভাব্য বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের বিষয়ে বিভিন্ন দিক।
সাক্ষাৎকালে সামাদ দাউদ বাংলাদেশের টেলিযোগাযোগ খাত ও ভোলার গ্যাস সরবরাহ ব্যবস্থার প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, “আমরা শিল্পখাতের বিকাশে অংশ নিতে চাই এবং বাংলাদেশের বাজারে আমাদের কার্যক্রম প্রসার করতে আগ্রহী।”
প্রধান উপদেষ্টা ইউনূস এনগ্রোর আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এমন উদ্যোগে মনোযোগী হতে চাই যা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ শুধু বিনিয়োগের ক্ষেত্র নয়, বরং বৈশ্বিক সুযোগ তৈরির এক প্ল্যাটফর্ম।”
এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী সামাদ দাউদ চলমান বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন (বিডা সামিট) নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই সামিটে এক মানবিক ছোঁয়া রয়েছে, এটি আন্তরিক এবং লক্ষ্যনির্ভর। এক ছাদের নিচে এতো শীর্ষস্থানীয় কোম্পানি দেখে আমি অভিভূত।”
প্রধান উপদেষ্টা ইউনূস এনগ্রোর প্রতিনিধিকে আবারও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান এবং বলেন, “বাংলাদেশ অনেক কিছু দিতে পারে— শুধু বিনিয়োগকারীদের জন্যই নয়, পুরো বিশ্বকে।”
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]