ক্রাইম জোন ২৪।। বরিশালের হিরন স্কয়ার পার্ক এক সময়ের জমজমাট বিনোদন কেন্দ্র হলেও এখন তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ভেঙে পড়া অবকাঠামো, রক্ষণাবেক্ষণের অভাব এবং আইনি জটিলতায় পার্কটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে উঠছে। সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ বেড়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্কের জায়গাটি একসময় ব্যক্তি মালিকানায় ছিল। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি সরকারিভাবে দখলে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ক্ষমতার পালাবদলের পর পার্ক সংক্রান্ত মালিকানা নিয়ে আদালতে মামলা হয় এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতের নির্দেশে পার্কটি বন্ধ করে দেওয়া হয়।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “জায়গাটা নিয়ে ঝামেলা চলত। হাইকোর্ট থেকে আদেশ আসার পর গেট বন্ধ করে দেওয়া হয়। তারপর আর কেউ দেখেও না, ঠিকও করে না। অথচ আমাদের করের টাকায় এটা তৈরি হয়েছিল।”
নগরবাসীর দাবি, আইনি জটিলতা যতই থাকুক, পার্কের যথাযথ রক্ষণাবেক্ষণ ও জনগণের জন্য উন্মুক্ত করা জরুরি। অন্যথায় একদিকে অবকাঠামোর অপচয়, অন্যদিকে সামাজিক অস্থিরতা আরও বাড়বে।
তারা বলছেন, “একটা সময় এই পার্ক ছিল আমাদের শিশুরা খেলত, বড়রা হাঁটাহাঁটি করত, এখন তা মাদকসেবীদের দখলে। শহরের মাঝখানে এমন একটি জায়গা পড়ে থাকা — এটা কষ্টদায়ক।”
সূত্র: স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট পক্ষের তথ্য
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]