পিরোজপুর প্রতিনিধি॥ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। এর আগে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ রাখা হয় এবং সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, যিনি বলেন, "ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে আমরা বিশ্ববাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। ফিলিস্তিনের নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর ইসরায়েলের বর্বর হামলায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "ইসরায়েলি বাহিনী গত ১৮ মাসে প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে নারী, শিশু এবং নবজাতকও রয়েছে। এই হামলায় প্রায় ১৮ হাজার শিশু নিহত হয়েছে এবং ৩৮ হাজার শিশু তাদের বাবা-মা হারিয়েছে। ইসরায়েল ধীরে ধীরে একটি জাতিকে ধ্বংস করছে, যা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।"
অধ্যাপক ড. শহীদুল ইসলাম বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যদি এই নির্মম হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ না করা হয়, তাহলে একদিন আপনাদের বিশ্ব মানবতার কাছে জবাবদিহি করতে হবে।"
এছাড়া, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিন, এবং পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আসিফ আকতার মানববন্ধনে বক্তব্য রাখেন। তারা ফিলিস্তিনে হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে স্লোগানসহ প্ল্যাকার্ড, ব্যানার এবং ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]