কলাপাড়া প্রতিনিধি॥ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আছর নামাজের পর তাওহীদি জনতা এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা হাতে পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন। মিছিলটি পৌর শহরের বড় মসজিদ মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল কাইউম, যুব নেতা মাহাবুবুল আলম নাঈম, এবং আমরা কলাপাড়া বাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম। বক্তারা গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]