আমতলী প্রতিনিধি॥ 'জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত' এই শ্লোগান নিয়ে সোমবার সকালে আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ভিশন আততলী এপি ও এনএসএস-এর সহযোগিতায় দিবসটি পালিত হয়।
দিবসটির সূচনা হয় সকাল ১১টায় হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে, যা শহর প্রদক্ষিণ করে। র্যালির পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। এতে বক্তব্য রাখেন সাংবাদিক মো. জাকির হোসেন, সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সাবেরা পারভীন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) লাভলী ইয়াসমিন, এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার হারেজ আল মামুন, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার লিটন হিউবাট কোরাইয়া, মনোজ দাস এবং জ্যাকলিন টুম্পা মন্ডল প্রমুখ।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]