শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশালে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ

বরিশালে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ

বরিশাল॥ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের পূর্বে প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া, দিনভর নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’ স্লোগানে শোনা যায়।

প্রতিটি সমাবেশে বক্তারা এককণ্ঠে বলেন, “ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, সাংবাদিকসহ নিরপরাধ বেসামরিক মানুষদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল। বিশ্ব সম্প্রদায়ের উচিত, এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”

বক্তারা অবিলম্বে গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান। এসব প্রতিবাদ কর্মসূচির ফলে নগরীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button