বরিশালে দিনমজুর মো. হাসান (২৮) হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় নগরীর লাকুটিয়া সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত হাসানের ছোটভাই তারেক, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, মিতু আক্তার, আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, "হাসান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির কার্যকর করার দাবি জানাচ্ছি। একই সাথে আমরা চাই যেন আসামিরা কোনোভাবেই আইনের ফাঁকফোকড় দিয়ে জামিন না পায়।"
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার জানান, "হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।"
উল্লেখ্য, গত শনিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি ও হাওলাদার বাড়ির মাঝখানে কচুরিপানাবেষ্টিত একটি ডোবা থেকে হাসানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]