ক্রাইম জোন ২৪।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি চাঞ্চল্যকর ঘটনায় নিখোঁজ হওয়া তিন সন্তানের জননী গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। ৫ এপ্রিল রাতে বাকেরগঞ্জের একটি বাড়ি থেকে তাকে পরকীয়া প্রেমিক হাসান মাহমুদসহ উদ্ধার করা হয়।
এর আগে, ১ এপ্রিল গভীর রাতে গৃহবধূটি তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং পরদিন গৃহবধূর বাবা আলমগীর হাওলাদার অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
পুলিশ পরে সাতজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে, যারা বর্তমানে কারাগারে রয়েছেন। শনিবার রাতে গৃহবধূকে উদ্ধার করার পর পুলিশ তাদের থানায় নিয়ে আসে। এসময় স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হয়ে তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গৃহবধূ এবং তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদকে একই মামলায় আসামি করা হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]