আমিনুল ইসলাম (নাঈম) ।। বরিশালে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত মানুষ।
সোমবার (৭ এপ্রিল) সকালে বরিশাল নগরীর সদর রোডের টাউন হল মোড়ে এই কর্মসূচিতে অংশ নেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার লোকজন।
বিক্ষোভকারীদের হাতে ছিল 'ফ্রি প্যালেস্টাইন', 'ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র', 'গাজায় গণহত্যা বন্ধ করো' লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ নিহত হচ্ছে। অথচ বিশ্ব নিরব। এই বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো প্রতিবাদ দরকার।
একজন বক্তা বলেন, “ইসরায়েল গণহত্যা চালিয়ে ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায়। বরিশালের মানুষ সেই অন্যায়ের প্রতিবাদ জানাতে আজ রাস্তায় নেমেছে।”
উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলাতেই চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। বরিশালের এই আয়োজন ছিল জনসচেতনতা ও আন্তর্জাতিক সংহতির একটি অংশ।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]