ক্রাইম জোন ২৪।। সারাদেশে বিশেষ অভিযানে ২৮৯টি মামলা ও প্রায় সাত লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
ঈদুল ফিতরের ছুটিতে ও ফিরতি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ওভার স্পিডে গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) হাইওয়ে পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
বিআরটিএ সদর দপ্তর সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত গতি, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও একাধিক যাত্রী বহনের অপরাধে ২৮৯টি মামলা করা হয় এবং ৬ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]